রাসেল ইসলাম, লালমনিরহাট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায়
লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জেলা আওয়ামিলীগের উদ্দোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন, লালমনিরহাট এক সময় মঙ্গা পিরীত জেলা ছিল। আমরা উদ্দোগ নিয়ে এই অঞ্চলের যাতায়ত ব্যাবস্থা উন্নয়ন করেছি। আমরা তিস্তা সড়ক সেতু তৈরী করে দিয়েছি। শিক্ষার প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিব এভিয়েশন বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে করে দিয়েছি। সদর বাসীকে দীর্ঘদিন পর নৌকা মার্কায় ভোট দেবার সুযোগ করে দিয়েছি। পরিশেষে আগামি ০৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
লালমনিরহাট জেলা আওয়ামিলীগের পক্ষে বক্তব্য রাখেন, নৌকা মার্কার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাক অ্যাডঃ মতিয়ার রহমান।
মতিয়ার রহমান তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি না চাইতে আমাদের এভিয়েশন বিশ্ববিদ্যালয় দিয়েছেন, অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা নির্ধারন করেছেন, তিস্তা সেতু, ধরলা সেতু সহ বুড়িমারি রেল লাইন সংস্কার করে দিয়েছেন, তাই নতুন করে চাইবার নেই শুধু অনুরোধ জানাচ্ছি বুড়িমারি থেকে একটি ট্রেন চালুর জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে এটি উদ্বেধনের জন্য ব্যাবস্থা নেবার পাশাপাশি তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা বাস্তবায়নে আপনি উদ্দোগ নিবেন।
কালেক্টরেট মাঠের জনসভায় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমী, জেলা আওয়ামিলীগের সভাপতি ও লালমনিরহাট -১ আসনের নৌকা মার্কার প্রার্থী মোতাহার হোসেন এম পি, লালমনিরহাট -২আসনের নৌকা মার্কার প্রার্থী সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্নঃ সাধারন সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব সহ জেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।
Leave a Reply