পাবনা প্রতিনিধি :
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে পাবনার সুজানগরেরর নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল সুজানগর রক্তদাতা ইউনিট। বৃহস্পতিবার রাতে সুজানগরের বিভিন্ন এলাকায় সুজানগর রক্তদাতা ইউনিটের পক্ষ থেকে এ সব কম্বল বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সুজানগর রক্তদাতা ইউনিটের পরিচালক নাহিদ হাসান ও আল-আমিন বলেন, আমরা সুজানগরের সন্তান। এই শীতে ছিন্নমুল মানুষেরা অমানবিক কষ্ট করবে, তা মেনে নেয়া যায় না। তিনি সবার প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এবং মোঃ সজল হোসেন বলেন আমাদের সেবা মূলক কাজ চলমান রয়েছে আমরা আমাদের সাধ্য মত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি আমাদের বিতরণ কাজ চলমান থাকবে।
শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আল-আমিন,আমির,নিরব,
রাকিব,শিমুল,অমি,মামুন,
ফয়সাল,রুবেল সহ আরও অনেকে ৷