নিউজ ডেস্ক :
স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা দিলে কঠোর হবে নির্বাচন কমিশন। প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শনিবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই কথা জানান অতিরিক্ত সচিব।
অশোক কুমার বলেন, আচরণবিধি পালনে নির্লিপ্ততার অভিযোগে ঝিনাইদহ-১ আসনের শৈলকূপা ও হরিনাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা এবং স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, মেহেরপুরসহ বিভিন্ন জায়গায় এসব হামলার ঘটনা ঘটেছে।