নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে
(আর জে এফ) রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সদস্য মোঃ হাফিজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে, হামলার ঘটনায় আহত মোঃ হাফিজকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,
এই ঘটনায় মোঃ হাফিজের বড় ছেলে মোঃ সম্রাট নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, কলোড়া ইউনিয়নের মোঃ হাফিজের সাথে খবির মন্ডল পিতা - রহিম মন্ডল, সাং উজির পুরের সাথে পূর্ব শত্রুতা ছিল, সেই শত্রুতার জের ধরে আজ ২৪/১২/২০২৩ ইং সকাল সারে ৯ টার দিকে বীড়গ্রামের জনৈক সুজনের দোকানের সামনে মোঃ হাফিজকে দেখে গালি গালাজ করতে থাকে খবির মন্ডল। হাফিজ গালাগালি করতে নিশেধ করলে খবির ক্ষিপ্ত হয়ে মোঃহাফিজকে লোহার হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এ সময় মোঃহাফিজের ভাগ্নে মনির ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবির মন্ডলকে বাধা দেওয়ার চেস্টা করলে তাকেও পিটেয়ে জখম করে খবির।
এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালে গিয়ে হামলার ঘটনায় গুরুতর জখম হাফিজ এ প্রতিবেদককে জানান, খবির ও মনির সম্পর্কে আমার ভাগ্নে, সম্প্রতি কিছু সম্পত্তি বিক্রি করে ৭ লক্ষ ৫০ হাজার টাকা খবিরকে দেই, কথা ছিল তারা দুই ভাই ভাগ করে নেবে, কিন্তু খবির মনিরকে টাকা দিতে অস্বীকার করে, এই নিয়েই ঝামেলার সূত্রপাত,এবংএই নিয়েই আজকে এই হামলার ঘটনা ঘটেছে, আমি খবিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে মনির জানান, হাফিজ মামা যায়গা বিক্রি করে খবিরের কাছে টাকা দিয়েছে যাতে আমরা দুই ভাই সমানভাবে ভাবে ভাগ করে নেই, কিন্তু টাকা নেওয়ার পর থেকে খবির আমার ভাগের ৩ লক্ষ ৭৫ হাজার টাকা দিতে অস্বীকার করে,এই নিয়ে কয়েকবার শালিস হয়েছে, কিন্তু খবির টাকা দেয়নি,হাফিজ মামার অপরাধ আমার পাওনা টাকা তিনি কেন চাইলেন, আমরা খবিরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।