আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনে আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাতিয়াপাড়ায় অবস্থিত নৌকার নির্বচনী ক্যাম্পে রাতের অন্ধকারে কে বা কাহারা গুপ্ত হামলা চালিয়ে আসবাবপত্র ভেঙে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামে, এতে করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, রবিবার সন্ধ্যা থেকে রাত্রী সাড়ে আট'টা পর্যন্ত আমরা এলাকার নেতা কর্মীদের সুসংগঠিত করে নৌকার প্রচার প্রচারনা করে বাড়িতে চলে আসি। গভীর রাতের অন্ধকারে কে বা কাহারা নৌকার এই ক্যাম্পটিতে গুপ্ত হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। সে সময় কাউকে চিহ্নিত করা যায়নি।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও এ আসনে আ'লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে এ আসনের সাধারণ মানুষ আমাকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন, আমার এ জনপ্রিয়তা দেখে একটি কুচক্র মহল রাতের আঁধারে আমার নৌকার নির্বাচনী ক্যাস্পে গুপ্ত হামলা চালিয়ে ভাংচুর করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, রাতের আধাঁরে নৌকার নির্বাচনী ক্যাম্পে গুপ্ত হামলা দিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে দুর্বৃত্তরা।এসব ঘটনায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।