সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে নির্বাচনী মাঠ জমজমাট হয়ে উঠেছে। এ আসনে মোট ৬ জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান সরকার (লাঙ্গল) ও আওয়মী লীগের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) নিয়ে নির্বাচনী লড়াই করছেন। এ তিন প্রার্থী কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন।
প্রার্থীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে স্ব-স্ব পক্ষের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এলাকায় এলাকায় উঠান বৈঠকের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আগে থেকেই মাঠে নামায় নির্বাচনী প্রচারণার দৌড়ে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন প্রতিপক্ষের প্রার্থীদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টির (লাঙ্গল)আতাউর রহমান সরকার ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ফারজানা রাব্বী বুবলী নির্বাচনী মাঠ চোষে বেড়াচ্ছেন। প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে দুই উপজেলার সমস্ত এলাকা।
আওয়ামী লীগের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন এমপি হয়ে গত এক বছরে তাঁর হাতের ছোঁয়ায় ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরছেন এবং আগামীতে সাঘাটা-ফুলছড়িকে উন্নত,সমৃদ্ধ,ক্ষধা ও দারিদ্রমুক্ত, স্মাট উপজেলা গড়ার আশ্বাস দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। জাপার আতাউর সরকার এমপি হয়ে সাঘাটা-ফুলছড়িকে বদলে দেয়ার আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন।
অপরদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফারজানা বুবলীও তাঁর পিতা প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বীর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্তকরণসহ নানা ধরণের উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ফলে নির্বাচনী মাঠ এখন প্রচার প্রচারণা মুখর হয়ে উঠছে।
এদিকে চায়ের স্টল, হোটেল রেস্তোরা ও পাবলিক প্যালেস গুলোতে প্রাথীদের পক্ষে-বিপক্ষে ভোটের সমিকরণ নিয়ে লোকজনের মধ্যে নানা হিসাব নিকাশ চলছে।
Leave a Reply