নড়াইল প্রতিনিধি::
নড়াইলের ১০ নং ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান সজিব মোল্লার বিরুদ্ধে সংখ্যা লঘু সম্প্রদায়ের ৬ লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আদালতে মামলা চলমান অবস্থায় বিরোধ পূর্ণ জমিতে গত ২৭ ই ডিসেম্বর আবারও
গাছ কাটতে হাজির হন ইউপি চেয়ারম্যান সজিব মোল্যা, বুলবুল,শশাঙ্ক দাস, মিলন সাহা,ও রতন সাহা।
গাছ কাটতে বাধা দিতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন মারধর করেছে বলে জানান ভদ্রবিলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মৃত যতিন্দ্র নাথ সাহার ছেলে অমর সাহা।
আহত অমর সাহাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালে গিয়ে কথা হয় অমর সাহা ও তার পরিবারের সাথে,
ভুক্তভোগী অমর সাহা এ প্রতিবেদককে জানান,গত ২৭ ই ডিসেম্বর সকাল ১০ টার দিকে ইউপি চেয়ারম্যান সজিব মোল্যা, বুলবুল,শশাঙ্ক দাস, আমার ছোট ভাই মিলন সাহা, রতন সাহা আমার জমিতে উপস্থিত হয়ে গাছ কাটতে থাকে, আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দিলে চেয়ারম্যান সজিব মোল্যা আমাকে জোড়পূর্বক তার মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যেয়ে তার ঘরে আটকিয়ে মারধর করে,এসময় সেখানে বুলবুল ও উপস্থিত ছিল,আমার বাগান থেকে প্রায় ছয় লক্ষাধিক টাকার মেহগনি গাছ এর পূর্বে কেটে নিয়ে গেছে চেয়ারম্যান।
সেই বিক্রি হওয়া গাছের কোন টাকা আমি পাইনি।
আজকের ঘটনা আমি ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে জানিয়েছি,থানায় ও অভিযোগ করেছি।
অমর সাহার স্ত্রী জানান,সজিব চেয়ারম্যান আমার ছেলে ও স্বামীকে মেরেছে,আর বলেছে আমরা যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে এবং আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে।
অভিযোগের বিষয়ে জানতে ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান সজিব মোল্লার কাছে ফোন করা হলে তিনি অমর সাহা ও তার ছেলেকে নির্যাতনের অভিযোগটি অস্বীকার করেন।
Leave a Reply