পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে আত্মসাত কৃত কৃষি উপকরণ পাথরঘাটা নেওয়ার পথে জনতার হাতে উদ্ধার ।
বুধবার বিকেলে গোপন সূত্রের ভিত্তিতে স্থানীয় জনতারা ইন্দুরকানী কৃষি অফিসের বিভিন্ন উপকরণ সহ উপজেলা কৃষি কর্মকর্তা কামরুননেছা সুমির শাশুরীকে টগড়া ফেরীঘাটে আটক করে রাখে। পরে এদের উপজেলা কৃষি অফিসে পাঠানো হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে উচ্চ ফলনশীন ধানবীজ, বোরণ বাম্পার ফসল, এসিআই ধান, জীপ সার, হাইব্রীড সূর্যমুখি বীজ, মুগডালের বীজ, ব্রি-হাইব্রীড ধান, সেবাধীন বীজ, ইস্পাহানি কিউকিট, বিএডিসি সারসহ বিভিন্ন উপকরণ রয়েছে।
এ সময় মালামাল বহনকারী ছিলেন উপজেলা কৃষিকর্মকতা শাশুরী পাথরঘাটা উপজেলার ফিরোজা বেগম, মাহামুদা ও সহিদুল ইসলাম। ফিরোজা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার পুত্রবধু কামরুনেছা সুমি ইন্দুরকানী কৃষি অফিসার এই মালামালগুলো আমাকে সে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, উপজেলা কৃষি অফিসের বিভিন্ন মালামাল প্রায়ই অন্যান্য উপজেলায় এভাবে নিয়ে যাওয়া হয়। অথচ আমাদের উপজেলার চাষীরা মালামাল পায় না। এ ছাড়া ও তার বিরুদ্বে অভিযোগ রযেছে ।
কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি জানায়, অফিসের মালামালের সাথে আমি অতিরিক্ত কিছু মালামাল ক্রয় করি। সেগুলো আমার শাশুরীসহ আত্মীয় স্বজনদের বিতরণ করি।
Leave a Reply