মথি ত্রিপুরা রুমা প্রতিনিধি :
আজ ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কালা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে তিনটি ওয়ার্ড নিয়ে একটা কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রের ভোটার মোট সংখ্যা হচ্ছে ১৫৯৭ জন। ১ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা হচ্ছে ৫১১ জন, ২ নং ওয়ার্ডে ৪৩৯ জন ও ৩ নং ওয়ার্ডে ৬৪৭ জন।
আজ সকাল ৮:৩০ ঘটিকায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম হবে বলে জানান প্রিজা এলাকা বিভিন্ন শ্রেণির মানুষ ভোট দিতে আসেন ভোট কেন্দ্রে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রিজাইডিং অফিসার। ভোটের ফলাফল চুরান্তভাবে প্রিজাইডিং অফিসার
জনাব সুতিমল তচংঙ্গ্যা জানান নৌকা পেয়েছে ৮৩১ টি ও লাংঙ্গল পেয়েছে ৩৫ টি।
অবশেষে প্রিজাইডিং অফিসার জনাব সুতিমল তচংঙ্গ্যা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভোট গ্রহণ কার্যক্রম সমাপ্তির ঘোষণা করেন।