কুমিল্লা জেলা প্রতিনিধি।
মুরাদ নগর উপজেলা জিপি নামের চাঁদা নেওয়া ইতিমধ্যে বন্ধ।
গতকাল মুরাদ নগর সিএনজি স্ট্যান্ড এবং বাখরাবাদ সিএনজি স্ট্যান্ডে অটোরিকশা এবং সিএনজি চালকদের সাথে কথা বলে জানায় যায়।
গত ০৮.০১.২৪সকাল থেকে তারা বাখরাবাদ এবং মুরাদ নগর সিএনজি স্ট্যান্ড জিপি নামের চাঁদা থেকে মুক্তি পায়।
সিএনজি ড্রাইভার রফিক মিয়া জানান, কোম্পানিগঞ্জ থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত যাতায়াত করলে।
আমাদের থেকে সিএনজি স্ট্যান্ড গুলা দৈনিক ২০০টাকার মতে আমাদের কাছে থেকে জিপি আদায় করতে।
অটোরিকশা ড্রাইবার,সাইফুল মিয়া জানান বর্তমান নবনির্বাচিত এমপি আমাদের মুরাদ নগর উপজেলা কে জিপি মুক্ত করিয়েছে এ জন্য আমরা সিএনজি এবং অটোরিকশা ড্রাইবার অত্যান্ত খুশি এবং আনন্দিত।
মুরাদ উপজেলার এমপি নির্বাচিত প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার তার নির্বাচনি ইশতেহার শুরু ছিলে মুরাদ নগর সিএনজি স্ট্যান্ড জিপি মুক্ত করা।
এ বিষয়ে গতকাল আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার দৈনিক আই বার্তা কে জানায়
মুরাদ নগর উপজেলা সকল স্ট্যান্ড জিপি নামের চাঁদাবাজি থেকে মুক্ত।
যদি কোন ব্যাক্তি জিপি তুলতে আসে তাকে ধরে থানা দিয়া দেন।
মুরাদ নগর উপজেলা কোন চাঁদাবাজি থাকবেনা।
Leave a Reply