মোহাম্মদ মাসুদ
"মহামানবের দেশে" উপন্যাস অবলম্বনে টেলিছবি নির্মাণ অনুষ্ঠান
"ক্যাপ্টেন কামাল" চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধন। মহাকালের মহামানব,মহাবিজয়ের মহানায়ক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামাল-এর উপর "মহামানবের দেশে" উপন্যাস অবলম্বনে ৬০ মিনিটের টেলিছবি ক্যাপ্টেন কামাল নির্মাণ করার চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার শুভ উদ্বোধন শুভাঅনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হবে।
আগামী ১২,জানুয়ারি,রোজ শুক্রবার সন্ধ্যে ৭টায় মতিঝিল কিচেন ইয়ার্ড রেষ্টুরেন্ট,১৭ মতিঝিল বা/এ,ঢাকা অনুষ্ঠিত হবে। উক্ত শুভাঅনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী সুহৃদ,সকলকে নান্দনিক শুভেচ্ছান্তে অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করবে।
এতে,সভাপতি:অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক (সাবেক উপাচার্য,ঢাকা বিশ্ববিদ্যালয়)।
প্রধান অতিথি:বীর মুক্তিযোদ্ধা ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন (সভাপতিমন্ডলীর সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ)। প্রধান আলোচক:অধ্যাপক ডা.কনক কান্তি বড়ুয়া (সাবেক উপাচার্য,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)। বিশেষ অতিথি:অধ্যাপক ডা. মোহা:শেখ শহীদ উল্লাহ (দপ্তর সম্পাদক,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,কেন্দ্রীয় কমিটি)সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত থাকবেন।
টেলিছবি নির্মাণে রয়েছেন-কাহিনি,গল্প ও চিত্রনাট্য-সহিদ রাহমান,নির্মাতা-মেহেদী রনি,নিবেদিত-ফ্রেম ফ্যাক্টরী। উক্ত টেলিছবি নির্মাণে দায়িত্বশীল ও অন্যান্য ভূমিকায় সক্রিয় রয়েছেন অভিজ্ঞ দক্ষ কলাকৌশলী সংশ্লিষ্ট প্রমুখ।
শুভেচ্ছান্তে ও নিবেদক-নিত্য শুভার্থী-ফরিদা খানম সাকী,এমপি সিইও,ফ্রেম ফ্যাক্টরী।আসন্ন আয়োজিত অনুষ্ঠানে আপনার উপস্থিতি মতামত অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবে।সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনায়। জয় বাংলা।