নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামের সুজিত মৈত্রের বিরুদ্ধে তার সৎ ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সমুদয় সম্পদ আত্মসাতের পায়তারার অভিযোগ উঠেছে। এমন কি সৎ ভাই ও তার সন্তানদের মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিজের পিতার রেকর্ডীয় সম্পত্তি পরবর্তিতে নিজ নামে রেকর্ড হওয়ার পরেও দখল নিতে পারছেন না অজিত মৈত্র। সম্পত্তি ফিরে পেতে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
অজিত মৈত্র বলেন, আমার বাবার ২ বিয়ে ছিল। আমি বড় মায়ের সন্তান। আমি দীর্ঘ দিন গ্রামের বাইরে থাকি।এই সুযোগে আমার সম্পত্তি সৎ ভাই সুজিত আত্মসাৎ করার লক্ষ্যে নানরকম কৌশল অবলম্বন করছে।
গত ৯ ই জানুয়ারী ২০২৪ তারিখ আমি আমার সন্তান ও স্ত্রীকে নিয়ে গুয়াখোলা আমার পৈত্রিক বাড়িতে আসলে আমার উপর হামলা করে আমার ভাই সুজিত মৈত্র।
আমি আমার পিতার সম্পদের অর্ধেক অংশিদার। আমি আমার অংশ চাই এবং আমাদের মারপিট করার সঠিক বিচার দাবি করি।
এ বিষয়ে অভিযুক্ত সুজিত মৈত্র বলেন,তাকে মারপিট করা হয়নি।সে দীর্ঘ দিন ভারতে থাকে। তাকে সম্পত্তি দিতে হবে কেন? আগে তাকে জমি বিক্রি করে নগদ অর্থ দেওয়া হয়েছে।
Leave a Reply