মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তিব্র শীতে অতিষ্ঠ জনজীবন। পৌষের শেষ দিকে যেন ঘন কুয়াশা আর মৃদু বাতাসে অনেকটা শীতের তিব্রতা বেড়েছে এতে করে চরম ভোগান্তিতে পরেছে এসব এলাকার গরীব ও দিনমজুর খেটে খাওয়া মানুষের জনজীবন।
দেখা যায়, শীতের তিব্রতা থেকে বাঁচতে খড়কুটোর আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে অনেকে। আবার জীবন বাঁচানোর তাগিদে অনেকে মাঠে নেমে পড়ে, কনকনে ঠান্ডাও যেন হাড় মানে এসব অসহায় মানুষের কাছে।
অসহায় শীতার্ত ব্যক্তিরা বলছেন, অন্যান্য শীত মৌসুমে সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে শীত বস্ত্র বিতরণ করেন তাতে অনেকে উপকৃত হয় কিন্তু এবার সরকারি বা কোনো বেসরকারি সংস্থার কাছ থেকে শীত বস্ত্র দেওয়া হচ্ছে না। ফলে গরীব ও খেটে খাওয়া মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply