তৌফিক হাসান কাহালু বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলা মাধ্যমিক পযার্য়ের শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকদের রিফ্রেশার্স কোর্স ২০২৪ খ্রীস্টাব্দ উদ্বোধন শনিবার সকাল ১০ টায় কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যাবস্হাপনায় কাহালু উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতি। রিফ্রেশার্স কোর্সের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। কোর্স পরিচালক হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সরকারি শারীরিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সরকার। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামাণিক, কাহালু সরকারি কলেজের শারীরিক শিক্ষক মোঃ আব্দুর রহিম সরদার সহ প্রমুখ।এই রিফ্রেশার্স কোর্সে কাহালু উপজেলার মোট ৪৪ টি মাধ্যমিক পযার্য়ের স্কুল ও মাদ্রাসা এবং বগুড়া সদরের ৮ টি স্কুলের ৮ জন শারীরিক শিক্ষার শিক্ষক সহ মোট ৫২ জন প্রশিক্ষনার্থী কোর্সে অংশ গ্রহণ করে। উল্লেখ্য যে প্রশিক্ষন কোর্সে আসন্ন শীত কালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার বিষয় গুলোর আইন,কানুন এর উপর তত্বীয় ও ব্যাবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয় ।
Leave a Reply