মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেষ্ট কেটে উঠতে না উঠতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রাক নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা আগাম মাঠে নেমে পড়েছেন। সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিনিয়ত শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে নানান জল্পনা-কল্পনা। কার জেতার সম্ভাবনা আছে এ নিয়ে ভোটারদের মাঝেও চলছে চুল সেরা বিশ্লেষণ। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হতে ইচ্ছুক যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, আওয়ামী লীগ সমর্থীত নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক আমিরুজ্জামান লেবু, সাবেক যু্ব লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ,আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিলন, জেলা পরিষদের সদস্য,আবু তাহের, কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ, এছাড়া উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম সামেদুল হক সহ আরও অনেকেই ইতিমধ্যেই তাদের ফেসবুকসহ নানাভাবে প্রার্থিতা জানান দিয়ে জনসংযোগে মাঠে নেমেছেন।