নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের ব্যবসায়ী মোঃ মিনা হিলন হোসেন কে মারপিট করে চাঁদা দাবির
ঘটনায়
নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগের নথিসুত্রে জানা গেছে, বিছালী ইউনিয়নের কোবাদ শেখের ছেলে সাবেক চেয়ারম্যান আনিসুল ইসলাম, সৈয়দ আলী আজম শেখের ছেলে সৈয়দ রবিউল শেখ,পান্নু মুন্সির ছেলে জাহেদ মুন্সিদের সাথে আড়পাড়া গ্রামের মোঃ মিনা হিলনের দীর্ঘ দিন ধরে গ্রাম্য দলাদলী চলে আসছিল।
দলাদলির সূত্র ধরে আনিস প্রায়ই তাকে হুমকি ও চাঁদা'র দাবী করে আসছিল।
১৮ জানুয়ারি দুপুরে মাছ ব্যবসায়ী হিলন চাকই বাজার থেকে মাছ কিনে বাড়ি ফেরার পথে মির্জাপুর চৌরাস্তা মোড়ে আসলে তাকে পথরোধ করেন আনিস ও তার সহযোগিরা।
তখন পথরোধ করার কারন জানতে চাইলে আনিসুল তার দাবিকৃত চাঁদার টাকা চায়।
চাঁদা'র টাকা দিতে রাজি না হওয়ায় আনিসুল ইসলাম হিলনের মাথায় পিস্তল ঠেকিয়ে জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়। সেই সাথে আনিসুল ইসলামের সহযোগীরা হিলনকে এলোপাতাড়ি মারতে শুরু করে।তখন হিলনের চিৎকারে হাসিব মিনা, মিনা ফয়সাল, জাকির হোসেন দৌঁড়ে এলে অবস্থা বেগতিক দেখে আনিস ও তার লোকজন পালিয়ে যায়।
এ বিষয়ে মোঃ মিনা হিলন বলেন, এস, এম আনিসুল ইসলাম এক জন চাঁদাবাজ। দীর্ঘ দিন ধরে তিনি এলাকায় চাঁদাবাজি করে আসছে।তার এই চাঁদাবাজি ও অনৈতিক কর্মকান্ড পরিচালনা করার জন্য তিনি একটি লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছে। কেউ তার প্রতিবাদ করলে তাকে ওই লাঠিয়াল বাহিনী দিয়ে শায়েস্তা করা হয়। আর এই লাঠিয়াল বাহিনীর প্রতিটি সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে।
কয়েকদিন আগে বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইমারুল গাজীর বাড়িতে গিয়ে হামলা চালায় তারা।
তার পরিবারের সদস্যদের মারপিট করে। এ বিষয়ে ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল । কিন্তু কোন পদক্ষেপ দেখা যায়নি। আমরা সাধারণ ব্যবসায়ী আমাদের কি পুলিশ সহযোগিতা করবে? তার পর ও অভিযোগ করেছি। দেখি কি হয়।
স্থানীয় আড়পাড়া গ্রামের একাধিক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে জানান, মির্জাপুর পুলিশ ক্যাম্পে সাবেক চেয়ারম্যান আনিসুল ইসলামের নামে অভিযোগ করলে পুলিশ সেটি আমলে নেয় না।আনিস চেয়ারম্যানের দ্বারা ইতিপূর্বে বহু হিন্দু পরিবার নির্যাতনের শিকার হয়ে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন করেছে, ক্ষমতা ধর প্রভাবশালী এই আনিসুল ইসলামের কিছুই হয়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।