মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম:আনোয়ারায় শিক্ষকের কক্ষ থেকে মুহাম্মদ ওমাইর (১০) নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে দারুত তাহফিজ বালক-বালিকা মডেল মাদ্রাসা নামের একটি প্রাইভেট মাদ্রাসার কক্ষ থেকে।
আজ ১৯ জানুয়ারি,(শুক্রবার)সকাল ১০টায়
কালিবাড়ি এলাকায় বারশত ইউনিয়নের আনোয়ারা উপজেলারবমাদ্রাসার একটি কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনা ঘটে শিশু ওমাইর উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল মাইজপাড়া মোহাম্মদ ছৈয়দের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ঘটনার পর বিকাল তিনটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে তিনজন হুজুর বালক-বালিকা নাম দিয়ে মাদ্রাসাটিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। দ্বিতীয় তলায় বালিকা তৃতীয় তলায় বালক শিক্ষার্থীরা রয়েছে।
মাদ্রসা পরিচালক হাফেজ আবদুর রহমান বলেন,শিশু ওমাইর নাজারা আমার আপন বোনের ছেলে।সে বিভাগের ছাত্র। প্রতিষ্ঠানে ৮৫ জন শিক্ষার্থী রয়েছে।
এক সপ্তাহ আগে সে এখানে ভর্তি হয়, সকালে সে সবার সাথে নাস্তাও করেছে, এরপর ১০ টার দিকে মাদ্রাসার শিক্ষকের কক্ষের জানালার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় ওই কক্ষে কেউ ছিলনা, পরে আমি চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে। পুলিশ এসে দূরন্তলা সুন্দর করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, মাদ্রাসা থেকে সিসিটিভির একটি ভিডিও ফোটেজও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।বারশত ইউনিয়নের একটি প্রাইভেট মাদ্রাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।