বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১যুগ পূর্তি উপলক্ষ্যে আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ ও বেরোবি সাংবাদিকতা বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রাবন্ধিক কাজল রশীদ শাহীন বলেন 'নিষ্ঠা এবং প্রেম সাংবাদিকতার জন্য জরুরী'। এই সময়ে সাংবাদিকদের হতে হবে দেশপ্রেমী ও দুনীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
সোমবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশা সমাজের অন্য আট দশটা পেশার মানুষ থেকে আলাদা। সেটা আবুল মনসুর আহমেদের সাংবাদিকতা ও জীবনীতিই উপলব্ধি করা যায়। তার সাংবাদিকতার শতবর্ষে যেমন গুরুত্ববহ ও তাৎপর্যবাহী, তেমনি প্রাসঙ্গিকও। কর্মগুনে ও সৃজননৈপুণ্যে তিনি এমন একজন সাংবাদিক হয়ে উঠেছিলেন যার থেকে আজকের সাংবাদিকদেরও নেয়ার মতো রয়েছে প্রচুর ও পর্যাপ্ত রত্ন-রাজি, মনি- মণিক্য।
আগে কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল শ্রদ্ধাঞ্জলি, বিভাগে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অন্যআন্য বক্তারা বলেন, সাংবাদিকতায় দায়িত্বশীল রুপ ধারণ করে কাজ করতে হবে। সাংবাদিকতায় দক্ষতা ও নিপুণতা আবশ্যক। এবং বক্তারা সারা পৃথিবীব্যাপী সুস্থ সাংবাদিকতার চর্চা ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন।
বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বিউটি মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বেরোবি ট্রেজারার প্রফেসর ডঃ মুজিব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ডিন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ মোরশেদ হোসেন, প্রবন্ধ উপস্থাপক গবেষক সাংবাদিক ড. কাজল রশিদ শাহীন, আলোচক হিসেবে ছিলেন,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান ও কবি আহ্বায়ক, আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদের ইমরান মাহফুজ। এছাড়া বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একের অধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা এই আয়োজনে থাকতে পেরে অনেক আনন্দিত। আমরা চাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ আরো অনেক এগিয়ে যাক।
উল্লোখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১ সালের ২১ জানুয়ারী যাত্রা শুরু হয়। এবছরে বিভাগটির ১ যুগ পূর্তি উদযাপন করা হলো।
মো সিদ্দিকুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর