আন্তর্জাতিক ডেস্ক :
প্রথমবারের মতো মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রাজধানী রিয়াদে শুধু দেশের অমুসলিম কূটনীতিকদের জন্য এই দোকান খোলা হবে। এ সংক্রান্ত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একটি নথি এবং মদের দোকান স্থাপনের পরিকল্পনার সঙ্গে জড়িত এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, নতুন এই মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে অবস্থিত । মূলত এই অঞ্চলটিতেই দূতাবাস এবং কূটনীতিকরা বসবাস করেন। সূত্র জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকান খোলার সম্ভাবনা রয়েছে।
রয়টার্সের হাতে পাওয়া নথি অনুযায়ী, অমুসলিমদের জন্য মদ ক্রয় ‘কঠোরভাবে সীমাবদ্ধ’ থাকবে। মদ পেতে হলে প্রথমে গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেলে গ্রাহকরা প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মদ কিনতে পারবেন । তবে অন্য অমুসলিম প্রবাসীরা এই দোকানে প্রবেশাধিকার পাবে কি না তা নথিতে স্পষ্ট উল্লেখ নেই।
পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া এটি মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এরও একটি অংশ। তাঁর ইচ্ছা ২০৩০ সালের পর সৌদির অর্থনীতিকে তেল বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করবেন।
সৌদি আরবে মদ্যপানের বিরুদ্ধে কিছু কঠোর আইন রয়েছে। দেশটিতে মদ পান করলে শত শত বেত্রাঘাত, নির্বাসন, জরিমানা বা কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। তবে সৌদিতে কূটনৈতিক মাধ্যম ও কালোবাজারে মদ পাওয়া যায়।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদির কঠোর সামাজিক বিধিনিষেধ অনেকটাই শিথিল করেছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরমধ্য দেশকে অধর্মীয় পর্যটনের জন্য উন্মুক্ত করা, কনসার্ট ও নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া।