নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের তুলারামপুর ইউনিয়নের বাগসাডাঙ্গায় চলছে জমজমাট মাদক ব্যবসা,স্থানীয় ওয়ার্ড মেম্বারের সহযোগীতায় চলছে সবকিছু।, ইয়াবা, গাজাসহ নেশা জাতীয় দ্রব্য হাতবাড়ালেই পাওয়া যায় এখানে।
নাম না প্রকাশ করা শর্তে স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর মেম্বার ও তার ছেলে নাঈম কাজী ইয়াবা গাজার ব্যবসা করে আসছে।
তাদের বিরুদ্ধে মুখ খুললে অত্যাচার নির্যাতন করে।তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। জাহাঙ্গীর মেম্বার একজন চিহ্নিত মাদক কারবারি তার নামে নড়াইল সদর থানায় একাধিক মাদক মামলা ছিল।
গত ইউপি নির্বাচনে ওয়ার্ড মেম্বার হয়ে সে এলাকায় মাদকের রাজত্ব কায়েম করেছে।
এ বিষয় নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
গতকাল ২৬ জানুয়ারি রাত ১১ টা ৪০ এর দিকে জাহাঙ্গীর মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী
মাদক বিক্রেতা
মোঃ আশরাফুল ইসলাম (৩৭) কে ১১৫ পিছ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করেছে
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নড়াইল জেলার সদর থানার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আশরাফুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সহ মাদক বিক্রেতারা গ্রেফতার হচ্ছে।
এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদক মুক্ত করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।