স্টাফ রিপোর্টার :
নড়াইলের স্বনামধন্য অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী শোলপুরের উদ্যোগে গরীব-অসহায় মানুষের মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারী শনিবার বিকাল ৪ টায় নড়াইলের সিংগা শোলপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে উক্ত কম্বল বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিল্টন শেখের সভাপতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল মডেল প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জজ কোর্টের পিপি সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট ইমদাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়াইল সদর থানার ওসি অপারেশন জামির হোসেন, নড়াইল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অশোক কুন্ডু, বিএমএসএস মহাসচিব ফুলতলা প্রতিদিনের সম্পাদক মো: সুমন সরদার, সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান।
অতিথিবৃন্দের মধ্যে বিজয় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামি, মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস এম রেজাউল করিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নড়াইলের স্বনামধন্য অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ” দিশারী শোলপুর” – একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। সংগঠনটি মাদক, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী কর্মসূচি, রক্তদান, মানবতার দেয়াল, বৃক্ষ রোপন ও বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সেবার মানসিকতা নিয়ে করে আসছে সুনামের সাথে।
আলোচনা সভা শেষে অতিথি ও দিশারী শোলপুর সংগঠনের সাধারন সম্পাদক সহ এক ঝাঁক নিবেদিত সহযোদ্ধার এবং শত শত মানুষের উপস্থিতিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সুষ্ঠু-সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় এবং সফল করায় অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্ত ঘোষণা করেন সংগঠনে সভাপতি মিল্টন শেখ।
Leave a Reply