পিরোজপুর প্রতিবেদক :
পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর সাথে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম পিরোজপুরের আইন-শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। তারা স্বচ্ছভাবে কাজ করলে অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনীও সুচারুভাবে কাজ করতে পারে।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পর পরস্পরের বন্ধু। পুলিশ এবং সাংবাদিক সততা ও ন্যায়নিষ্টভাবে কাজ করলে সেখানে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি ভাল থাকতে বাধ্য।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুনিরুজ্জামান নাসিম, নবনির্বাচিত সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত খান, পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহমুদ হোসেন, এম এ রব্বানী
ফিরোজ, শফিউল হক মিঠু, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিরিনা আফরোজ, বর্তমান কমিটির সহ - সভাপতি ইমাম হোসেন মাসুদ, খেলাফত হোসেন খসরু, সহ - সাধারণ সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য হাসান মামুন, ওয়াহিদ হাসান বাবু, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, দপ্তর সম্পাদক তামিম সরদার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিপংকর মাতা মিন্টু, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের জনি, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, জিটিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এসএটিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান রাহাদ,আরটিভির জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি কুমার শুভ রায়।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা প্রদান করেন। কমিটির পক্ষ থেকে তাকেও শুভেচ্ছা প্রদান করা হয়।
পিরোজপুর সংবাদদাতা