আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন বলেছেন, কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জনের মধ্যদিয়ে আদর্শ মানুষ হতে হবে। ইসলাম আমাদেরকে অসম্প্রদায়িক চেতনা শিক্ষা দেয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) সাম্প্রদায়িকতার উর্ধে থেকে সকলের প্রতি সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। আমরা মুসলমান হিসেবে আমাদেরকেও সেই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি আরও বলেন,শিক্ষা মানুষের একটি অমুল্য সম্পদ। যা কখনো হারিয়ে যাবে না। শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আমাদেরকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি গত শুক্রবার সন্ধ্যায় আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসায় মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব চৌধুরী গোলাম মোস্তফা বাদল, বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান পলাশ,আব্দুল মতিন মামুন, জিল্লুর রহমান, প্রধান শিক্ষক আজাহার আলী, মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল বাকি, মাওলানা মুফরাদুল ইসলাম, মুফতি হারুনুর রশিদ প্রমুখ। এমপি সুমন মাদ্রাসা চত্বর পৌছলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।