খোরশেদ আলম রনি রায়পুর
(লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুরে অপরাধমুক্ত সমাজ গড়ি, আইনশৃঙ্খলা রক্ষায় জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে- এই ওপেন হাউজ ডে'র আয়োজন করেছে রায়পুর থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইয়াছিন ফারুক মজুমদার। ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) ইকবাল পারভেজসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোহাম্মদ ইসমাইল হোসেন নামে একজন সিএনজি চালক বলেন, রায়পুর থানা জামে মসজিদের পাশের রাস্তায় আমরা তিনটা গাড়ি রাখবো, সিএনজি যেন নির্বিঘ্নে রাখতে পারি সেজন্য পুলিশের দায়িত্বশীল কাউকে নিয়োজিত রাখার অনুরোধ জানাচ্ছি।
জবাবে ট্রাফিক পুলিশ ইনচার্জ ইকবাল পারভেজ বলেন, রায়পুরে বাসস্ট্যান্ড ছাড়া কোনো স্বীকৃত স্ট্যান্ড নেই। ডাক বাংলোর সামনে আমরা স্ট্যান্ড দিয়েছি। তবে আপনারই তা মানেননি। নিজেরাই সরে এসেছেন।
ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওপেন হাউজ ডে মুলত জনগণের সাথে পুলিশের একটি মেলবন্ধন।
এই প্রতিবেদকের এক পরামর্শমূলক প্রশ্নের জবাবে ওসি বলেন, জ্বি যানজট বেশি। আমাদের ট্রাফিক বিভাগ কাজ করছে। আমরা আরো সচেতন হবো। পাশাপাশি আমাদের বন্ধুবর জনগণের সচেতনাও একান্ত কাম্য। তিনি আরও বলেন এখন আর আইনি কোন জটিলতা নাই আপনাদের কাছে ওসি নাম্বার না থাকলে আপনারা ৯৯৯ এ ফোন দিয়েও সেভা গ্রহণ করতে পারেন।
থানা সুত্রে জানা যায়, কমিউনিটি পুলিশিংয়ের আওতায় এই কার্যক্রমের আয়োজন করেছে পুলিশ। এদিন উন্মুক্ত এই অনুষ্ঠানে তিনজন ভুক্তভোগীর হারানো মোবাইল উদ্ধার পূর্বক তাদের নিকট হস্তান্তরও করা হয়েছে।