খোরশেদ আলম রনি
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় বিমা দিবস পালন করেছে স্থানীয় বিমা প্রতিষ্ঠানগুলো। শুক্রবার (১লা মার্চ) এ দিবস উপলক্ষে পথযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বিমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স,সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জাতীয় বিমা কর্পোরেশন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সসহ বেশ কয়েকটি বিমা প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে
বিমা দিবসের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বারাকাত বিন জাকারিয়া মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জিএম আনোয়ার হোসেন ঢালী। সাংবাদিক সৈয়দ আহম্মেদ, পীরজাদা মাসুদ হোসাইন, জিহাদ হোসেন রাহাত প্রমূখ।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারাকাত বিন জাকারিয়া মারুফ বলেন, বিমা মানুষের আস্থার প্রতীক। আস্থা নষ্ট করবেন না। অসৎ উপায় অবলম্বন করবেন না। মানুষের কল্যাণে কাজ করুন। প্রতারণা করবেন না।
সভাপতির বক্তব্যে নাজমা বিনতে আমিন বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পথে হাঁটছি। করবো বিমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যও এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশের সম্পূরক স্লোগান। আমরা জাতি হিসেবে অনেক সৌভাগ্যবান। জাতীয় ভাবে পালিত দিবসটি হোক আমাদের আগামীর প্রসস্থ পথের উন্মোচিত দ্বার।
অনুষ্ঠান শেষে বিমা দিবস নিয়ে স্কুল পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।