নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি জমি ও ব্যাক্তি মালিকানাধীন জমি জবর দখল করে পাকা বসত বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলায় লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়া গ্রামের প্রভাবশালী গোলাম রসুল মোল্যা সরকারি রাস্তার জমি ও ব্যাক্তি মালিকানাধীন জমি অবৈধভাবে জবর দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে করছেন ভবন নির্মানের কাজ।
১৯ নং লাহুড়িয়া মৌজার এস এ ৩২৯৭ দাগের ব্যাক্তি মালিকানাধীন জমিসহ সংলগ্ন ৫৫ ফুট প্রস্তের লাহুড়িয়া-গোবিন্দপাড়া-দীননাথপাড়া-নলদী গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কের জমি জবর দখল করে চলছে পাকা বসত বাড়ি নির্মাণের কাজ ।
স্থানীয়রা জানান, ৫৫ ফুট প্রস্তের সরকারি রাস্তা দখল করে ১০/১২ ফুটে সংকীর্ণ করে ফেলা হয়েছে। খাস খতিয়ানভুক্ত এস এ ৩৪৩৭ দাগের সরকারি জমিতে অবৈধভাবে করা হচ্ছে ভবন নির্মাণ। ফলে সরকারি জমি স্থায়ীভাবে বেদখলের পাশাপাশি সড়কে যানবাহন চলাচলে ঘটছে বিঘ্ন।
অবৈধ দখল উচ্ছেদ করে প্রয়োজনে ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।স্থানীয়রা আরো জানান, এ বিষয়ে লাহুড়িয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ নিজামউদ্দিনকে জানানো হয়েছে কিন্ত কোন কাজ হয়নি।
লাহুড়িয়া গ্রামের মোঃ মিরাজ খাঁন অভিযোগে বলেন, এস এ ৩২৯৭, আর এস ৪৫৮১ দাগের ৩৮ শতক জমি ২০০৫ সালে ৩১৭০ নং কোবলা দলিল মূলে ক্রয় করি।
ক্যান্সারে আক্রান্ত আমার ছোট বোনের চিকিৎসার জন্য ২০১৮ সালে উক্ত দাগের দক্ষিন পাশ দিয়ে ৩২ শতক জমি গোলাম রসুল মোল্যা গং দের কাছে বিক্রি করি। তারা আমার অবশিষ্ট ৬ শতক জমি জবর দখল করে পাকা বাড়ি নির্মানের কাজ করছেন। আমি আমার জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে লাহুড়িয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ নিজামউদ্দিন বলেন, আমি শুনেছি যেতে পারি নাই, আগামীকাল সকালে যাব।
অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরীর (রাজস্ব) কাছে জানতে চাইলে বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।