রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে দুর্নীতি সাম্রাজ্য গড়ে তুলেছেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
রায়পুর বাস টার্মিনাল সংস্কারে রায়পুর পৌর মেয়র ঘটিয়েছে পুকুর চুরির মতো ঘটনা। ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষনের আওতায় টিআর (কাবিটা) প্রকল্পের প্রায় ২ লাখ ৭৬ হাজার ৮৬৩ টাকা একাই সাবাড় করেছেন তিনি। তার স্বাক্ষরে এই টাকা উত্তোলন করা হলেও হয়নি রায়পুর বাস টার্মিনালের সংস্কার কাজ। রায়পুর বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি শিপন ভুঁইয়া বলেন, ২০২২-২৩ অর্থ বছরে বরাদ্দটি আসে। তবে কাজ না করে মেয়র রুবেল ভাটের স্বাক্ষর দিয়ে প্রকল্পের টাকা তুলে নিয়েছে একটি পক্ষ। বাস টার্মিনাল মালিক সমিতি জানায়, কাজ করাবে বলে প্রতিশ্রুতি দিলেই কাজের আগেই ঘটেছে অর্থ লোপাটের ঘটনা।
তাছাড়া রায়পুর একটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও একটি পুলিশ বক্সের জন্য হয়েছে টাকা ধার করতে। এতেও ঘটেছে প্রতারণা ও অর্থ লোপাটের ঘটনা। মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রায় চার মাস ধরে প্রবাসী ও বিভিন্ন মহল ও প্রতিষ্ঠান থেকে লাখ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
তবে এরপরও আজও উদ্ধোধন হয়নি ট্রাফিক পুলিশ বক্স। এই মহৎ কাজে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন রায়পুর সোসাইটি ইউ.এস ইনক। সেই টাকাও মেয়র গিলে ফেলার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে জানতে রায়পুর পৌরসভা কার্যালয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকবার মোবাইল কল করা হলেও সাড়া পাওয়া যায়নি মেয়র রুবেল ভাটের।
Leave a Reply