আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:
বিএম সাবাব ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যানে কাজ করে থাকে।পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রতি পাঁচ হাজার টাকার ঈদ সামগ্রী প্রদান করলো নওগাঁয়।নওগাঁর বালু ডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সমাজের নিন্ম আয়ের ২০ জন কে এসব উপহার প্রদান করা হয়।বিএম সাবাব ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম ভুইয়া, চেয়ারম্যান বিএম মহিবুল ইসলাম,,হাফেজ হাবিবুল্লাহ. মুফতি আবু বকর সিদ্দিক,আলমগীর কবির ভুইয়া এ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নওগাঁর বিভিন্ন এলাকা থেকে ২০ জন দরিদ্র মানুষ কে ৫ হাজার টাকা ঈদ সামগ্রী তুলে দেওয়া হয় । আসন্ন ঈদে একটি পরিবারের জন্য এমন উপহার পেয়ে আনন্দে উচ্ছসিত হন এসব মানুষেরা । তারা বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন এবং তাদের জন্য দোয়া করেন । রমজান শুরুর পর থেকে প্রতিদিন ২০ জন হতদরিদ্র মানুষ কে এসব উপহার প্রদান করছে বিএম সাবাব ফাউন্ডেশন । উপহার সাগ্রীর মধ্যে যা রয়েছে ।
চাউল -১২ কেজি,
মশুর ডাল -২ কেজি,
সোয়াবিন-২ লিটার,
মুরগী -৩টা,ডিম-১২টা,
ছোলা-১ কেজি,
আলু-১০ কেজি,
লবণ ১ প্যাকেট,
চিনি-১ কেজি,
পেঁয়াজ-৫ কেজি,
মুড়ি-১ কেজি'সহ
পাঞ্জাবী ঈদের পোশাক।
আব্দুল মজিদ মল্লিক
নওগা।