মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশকে আসামী দেখিয়ে দিতে গিয়ে আসামী পক্ষের লোকদের হামলায় সাংবাদিক শাহরিয়ার আহমেদ সুজন নামে (২৪) বাদীর ছেলে আহত হয়েছে। সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের সাংবাদিক আরএম সেলিম শাহীর ছেলে।
সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার তিনানী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শাহরিয়ার আহমেদ সুজনের পিতা দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক জনকন্ঠের ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা আরএম সেলিম শাহীর কাছ থেকে ২০১৯ সালে চেক লিখে দিয়ে প্রায় ৩৮ লাখ টাকা গ্রহণ করে একই উপজেলার মালিঝিকান্দা ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা।
সঠিক সময়ে আরএম সেলিম শাহীর টাকা পরিশোধ না করায় পরবর্তীতে আরএম সেলিম শাহী ঝিনাইগাতী সদর জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার একাউন্টে টাকা নাই বলে তা প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে আরএম সেলিম শাহী বাদী হয়ে নুরুল ইসলাম তোতার নামে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলায় বিবাদী নুরুল ইসলাম তোতাকে উক্ত টাকা জমা প্রদান ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। কিন্তু নুরুল ইসলাম তোতা টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে।
সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আসামী নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করতে তার বাড়ী তিনানী বাজারে যায়। এসময় আসামীর বাড়ি এবং আসামীকে দেখিয়ে দিতে বাদী আরএম সেলিম শাহীর ছেলে দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি শাহরিয়ার আহমেদ সুজনকে সাথে নেয়।
বাদী আরএম সেলিম শাহী জানান, পুলিশ আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ তার ছেলে সাংবাদিক শাহরিয়ার আহমেদ সুজনকে একা ইজিবাইক যোগে বাড়ি পাঠিয়ে দেয়। সুজন বাড়ি ফেরার পথে তিনানী শেরপুর রোডের একহাজার গজের মধ্যেই নুরুল ইসলাম তোতার লোকজন তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে সাংবাদিক শাহরিয়ার আহমেদ সুজন গুরুতরভাবে আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, আমরা সাংবাদিক শাহরিয়ার আহমেদ সুজনকে বাড়িতে পাঠিয়ে দিলে সে আসতে দেরি করে। একারনে এঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।