জাকিয়া পারভীন জেরিন, শেরপুর প্রতিনিধি।
শেরপুরে প্রতিনিয়তই ভুয়া তালাক রেজিস্ট্রার করছে অসাধু কাজী, আর হাতিয়ে নিচ্ছে লাখ-লাখ টাকা। এমনই একজন নামধারী কাজীর সন্ধান মিলেছে শেরপুর জেলার অন্তর্গত শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নে। জানা যায়, বিয়ের দেনমোহর নির্ধারণের সময় উভয় পক্ষের সামনে যে অংকের দেনমোহর নির্ধারণ করে পরবর্তীতে আবার মোটা অংকের টাকার বিনিময়ে তা বাড়িয়ে দ্বিগুণ করে।
যার ফলে অনেক সময় হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষ।
শুধু তাই নয়,সামান্য টাকার বিনিময়ে ভুয়া তালাক রেজিস্ট্রার করে ছিন্ন করছে অনেক দম্পতির সংসার। এতে করে হয়রানির শিকার হচ্ছে অনেক অসহায় নারীর জীবন। শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েও ব্যর্থ হতে হয়n তাদেরকে।
সরে জমিনে গিয়ে জানা যায়, এই কাজীর বিরুদ্ধে ইতিপূর্বে অনেক অপকর্মের অভিযোগ। এরপর আবারও তার বিরুদ্ধে অভিযোগ করেন এক ভুক্তভোগী। তিনি বলেন, তার স্বামী গত ২৯/১১/২০২৩ ইং রোজ ( বুধবার ) সকাল ১১ টায় তার বাড়ি থেকে বেড়িয়ে যায়, আর যাওয়ার সময় সেই লম্পট স্বামী তার স্ত্রী ও শশুরের নামে ঝিনাইগাতী থানায় একটি মিথ্যা অভিযোগ করে চলে যায় এবং শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নের কাজী আক্তার হোসেন এর সাথে পরামর্শ করে তারিখ পিছিয়ে তালাক রেজিস্ট্রার করে নোটিশ করে।
এব্যাপারে আক্তার কাজীর সাথে কথা হলে তিনি বলেন, ২/৪/ দিন তারিখ পিছিয়ে তালাক রেজিস্ট্রার করা যায়, এটা আমাদের আইনে বলা আছে এটা কোনো ব্যাপার না আর এমনটা শুধু আমিই না অনেক কাজীরাই করে থাকে।
Leave a Reply