নড়াইল প্রতিনিধি::
নড়াইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের অংশগ্রহনে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply