মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
নালিতাবাড়ীতে ফেইজবুকে স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিট পর ফেইজবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন জনি আহম্মেদ (২৩) নামে এক যুবক।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নাজিমদ্দিনের ছেলে।
ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে জনি আহম্মেদকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
জানা গেছে, জনি আহম্মেদ গত ২ বছর ধরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকার এক গারো উপজাতি কন্যার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। জনি আহম্মেদ ওই মেয়েকে বিয়ে করতে চাইলে তার পরিবার থেকে এই বিয়ে মেনে নেবে না বলে জানিয়ে দেয়। তবে জনি আহম্মেদ যদি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মেয়েটির পরিবার মেনে নেয়ার শর্ত দেন।
এই নিয়ে মঙ্গলবার জনির পরিবারে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে সে দুপুরে তার ফেইজবুকে স্ট্যাটাস দেন এবং লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যার চেষ্টা চালান। জনি বিবাহিত তার ১টি তিন বছরের ছেলে রয়েছে।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ হোসেন জানান, জনি আহম্মেদকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুইয়া সাংবাদিকদের জানান, ঘটনার বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তবে এব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেননি।