খোরশেদ আলম রনি
রায়পুর( লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন (২৬ মার্চ) উপলক্ষে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুল আলম বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা,চাঁদা না পেয়ে বিনা নোটিশে আমার ভবনের দেয়াল ভেঙেছে রায়পুর পৌরসভার মেয়র রাজাকার পরিবারের সন্তান গিয়াস উদ্দিন রুবেল ভাট। অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুল আলম বলেন, রাজাকার পরিবারের সন্তান গিয়াস উদ্দিন রুবেল ভাট পরিকল্পিত ভাবে আমিসহ আমাদেরকে আসামি করে মামলা দায়ের করেছে। কাঁদতে কাঁদতে এ মুক্তিযোদ্ধা আরো বলেন, এজন্যই কী আমরা দেশটা স্বাধীন করেছিলাম। আজ আমাদের উপর অত্যাচার চালাচ্ছে রাজাকারের সন্তানেরা। আমি বিচার চাই, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অসহায়, আমাকে সহায়তা করুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা ডা. মঞ্জুল আলম, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply