আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে রূপসী নওগাঁর পক্ষ থেকে হতো দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে, ঈদে নিজেদের জন্য নতুন নতুন পোশাক না কিনে সেই টাকা দিয়ে ঈদের বাজার করে হতো দরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে রূপসী নওগাঁ নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল রবিবার সকাল ১০ ঘটিকায় আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে হতো দরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত ১০০শত পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারে
প্রতি পরিবারে উন্নত মানের সেমাই, চিনি,সুগন্ধি চাল,গুড়ো দুধ ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।
উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ খালেদ বিন ফিরোজ পরিচালক ও সভাপতি রুপসী নওগাঁ৷ হাফেজ মোঃ ফিরোজ আহমেদ, মোঃ কায়েস সরদার ,মোঃ আব্দুল লতিফসহ রূপসী নওগাঁ সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’র পরিচালক ডেন্টিস্ট মোঃ খালেদ বিন ফিরোজ বলেন, আমরা অসহায় হতো দরিদ্র সেই সব পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘রূপসী নওগাঁ’ পরিবারের সদস্যরা ঈদে নতুন নতুন পোশাক না কিনে সেই টাকা দিয়ে ঈদের বাজার করে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করছি।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ জেলা প্রতিনিধি।
Leave a Reply