মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে( ৯ এপ্রিল) রোজ সদর থানা প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মাঝে উপহার সামগ্রী তুলে দিলেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা শেরপুর।
এসময় সদর থানার ( ভারপ্রাপ্ত ) অফিসার ইনচার্জ ওসি মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে ও এস আই খন্দকার সালেহ আবু নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা শেরপুর। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার তদন্ত ওসি মোঃ শফিকুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আদিল মাহমুদ উজ্জল, সাংবাদিক ও কবি মোঃ মজিদ রফিক, জেলা তৃতীয় লিঙ্গের সভাপতি নিশি সরকার সহ জেলা পুলিশ ও সদর থানার অফিসারগণ, পুলিশ সদস্য, মহিলা পুলিশ সদস্য, গণমাধ্যমকর্মী, জেলার সকল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার ৪০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
Leave a Reply