মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ডাকাবর ব্র্যাক অফিস সংলগ্ন হারুন এর বাড়ি হইতে উত্তর ডেফলাই সরকারি প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তাটি দির্ঘ বায়ান্ন বছরেও সংস্কার করা হয়নি। যার ফলে এ রাস্তাটি ব্যবহারে একেবারেই অনুপযোগী হয়ে যায়। এতে দূর্ভোগে পড়ে কয়েকটি গ্রামের বসবাসরত হাজারো মানুষ।
দেখা যায়, রাস্তাটি একেবারেই উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত, পাশে বিশাল স্টেডিয়াম মাঠ, ব্র্যাক অফিস, ফায়ার সার্ভিস, বাফার গোডাউন, কাজীর অফিস। দেখা যায় এখানে সবসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তরের সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের চলাচল। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে -দেশ স্বাধীনের পড়ে ঝিনাইগাতী উপজেলায় একাধিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসেছে কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে – আজও এই রাস্তাটি কোনো প্রশাসন বা কোনো জনপ্রতিনিধি বা কোনো সমাজসেবক এর চোখে পড়েনি।
এসময় উপস্থিত কয়েকজন ভুক্তভোগীরা বলেন, বহুদিন ধরে শুনে আসছি কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে। এ পর্যন্ত কয়েকবার রাস্তার কাজের জন্য মাপ নিয়ে গেছে কিন্তু বাস্তবে এখনো রাস্তাটির সংস্কারের কোনো হদিশ নেই।
উল্লেখ্য এই রাস্তায় বিগত বায়ান্ন বছর ধরে লোকজন চলাচল করে আসছে নুনখোলা,ডেফলাই,গান্ধি গাও, নওকুঁচি, হালচাটি সহ কয়েক গ্রামের মানুষ অথচ আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান বা মেম্বার চল্লিশ দিনের কর্মসূচির লোক দিয়েও রাস্তাটা সংস্কার করা করেনি। তারা আরও বলেন,আজ থেকে ৪০/৪৫ বছর আগে নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান (মরহুম) সরকার খবির উদ্দিন এই রাস্তাটি মাটি ভরাট করেছিলেন।
বর্তমানে রাস্তাটি প্রায় বিলুপ্তির পথে, এমতাবস্থায় এলাকাবাসী প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিদের সু দৃষ্টি আকর্ষণ করে দ্রুতো রাস্তাটির সংস্করণের জোর দাবি জানান।
Leave a Reply