রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
"প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাটে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জেলা কালেক্টরেট মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. মতিয়ার রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড: সাইফুল আরিফিন। পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন। সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক সহ সরকারি কর্মকর্তা, ডেইরী ফার্ম মালিক ও খামারীরা সময় উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনীতে ৪০টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।