পিরোজপুর প্রতিনিধি :
৮ মে আসন্ন প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। আজ মঙ্গলবার দুপুরে আনারস প্রতীক পেয়ে প্রথমদিনের নির্বাচনী নিয়ম মেনে প্রচারনা শুরু করেছেন তিনি।
পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইচ চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে। তিনটি উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের দোয়াতকলম, আনারস, মোটরসাইকেল, কাপপিরিচ, ঘোড়া প্রতীক প্রদান করা হয়।
আগামী ৮ মে ইভিএম পদ্ধতিতে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী, ভাইচ চেয়ারম্যান পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। তিনটি উপজেলায় মোট ৩ লক্ষ ৬৯ হাজার ৯৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
পিরোজপুর প্রতিনিধি।