তাওহীদ হাসান উসামা
যশোরের অভয়নগরে তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের ধারাবাহিক তাপপ্রবাহের কারনে সাধারণ মানুষ যখন দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখন মানবিক দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যলাইণ নিয়ে এগিয়ে এসেছেন নওয়াপাড়ার ব্যবসায়ীদের সামাজিক সংগঠন উচ্ছ্বাস চিরন্তন। সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার হাজার হাজার ভ্যান রিক্সাচালক ও সাধারণ মানুষের তৃষ্ণা মেটালেন এ সংগঠনের সদস্যরা। তপ্ত রোদ ও গরমের ভিতর নওয়াপাড়া বাসীকে একটুখানি স্বস্তির পরশ এনে দিতে এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লীষ্টরা।
গতকাল সোমবার সকাল থেকে নওয়াপাড়া নুরবাগ ও এর আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। তীব্র গরমে খাবার পানি ও স্যালাইন পেয়ে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। কাঠফাটা রোদ ও তীব্র গরমে ভ্যান রিক্সাচালক ও খেটে খাওয়া মানুষের কাছে এক বোতল পানি ও এক প্যাকেট স্যলাইন হয়ে উঠেছে অমুল্য সম্পদ। বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের পাশাপাশি এই গরমে হিটস্ট্রোক ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ও ছায়াযুক্ত যায়গাই অবস্থানের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা নুর আলম পাটোয়ারী বাবু, সভাপতি তৌহিদুর রহমান লিপ্টন, সাধারণ সম্পাদক শাহিন রেজা, সাংঠনিক সম্পাদক বায়জিদ মোল্যা, সদস্য কামাল হোসেন খাঁন, মনিরুল ইসলাম সুজন পাটোয়ারী, জহির বাপ্পী, মনির হোসেন, আনিচুর রহমান, রাজু, মিলন হোসেন, রবিউল ইসলাম, নাসির হোসেনসহ অন্যন্যরা। উল্লেখ্য এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উচ্ছ্বাস চিরন্তন।