তাওহীদ হাসান উসামা
যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় আন্তজেলা ছিনকারী চক্রের এক সদস্যকে গণপিটুনি দিয়ে হ*ত্যা করা হয়েছে। এসময় অপর তিন ছিনকারী পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের সীমান্তবর্তী ভুলোপাতা যুগ্নিপাশা এলাকায়। গণধোলাইয়ের শিকার নিহত পিয়ারুল ইসলাম (৩৫) সাতক্ষীরা জেলার সদর উপজেলার বালিথা গ্রামের দবির সরদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার আকিজ সিটি সেন্টারের সামনে থেকে নওয়াপাড়ার গুয়োখোলা গ্রামের হালিম বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাসের ইজিবাইকটি চারজন ছিনতায়কারী যাত্রীবেসে ভাড়া করে ফুলতলা উপজেলার জামিরা বাজারে যাওয়ার কথা বলে ভুলোপাতা বিলের মধ্যে নিয়ে যায়, সেখানে গিয়ে ইজিবাইক ঘুরাতে বললে রাজুর সন্দেহ হয়, কিছুক্ষণের মধ্যে তার মাথায় ইট দিয়ে আঘাত শুরু করে ছিনতায়কারীরা।
একপর্যায়ে রাজুর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ছিনকারীদের ধাওয়া করে। এসময় পিয়ারুল গণধোলাইয়ের শিকার হয় এবং বাকি তিনজন ছিনতায়কারী পালিয়ে যায়। গণধোলাইয়ের শিকার পিয়ারুল ইসলামকে পুলিশ উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিলান্দ্রী সুন্দর কুন্ডু তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত পিয়ারুল ইসলামকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে ফুলতলা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ফুলতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় গণধোলাইয়ের শিকার একজন ছিনকারী নিহত হয়েছেন। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধাীন রয়েছে।