ইমন মিয়া, নিজস্ব প্রতিবেদক:
বগুড়া প্রাণ কেন্দ্র সাতমাথায় তীব্র গরমে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ঠান্ডা লেবুর রস পানিতে মিশিয়ে শরবত বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, বগুড়া পৌর শাখা।
বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতি, সুজিত কুমার দাসের উদ্যোগে ০১ মে বুধবার বেলা ১টার দিকে বগুড়া সাতমাথা পৌরসভার এলাকায় এ শরবত বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি, আবির হোসেন বিদ্যুৎ , পাপ্পু সরকার, নুকু সিং, সবুজ আল আমিন,রিয়াদ,সুমন,তনু,আকাশ, তেজো, সহ আরও অনেকেই।
এসময় প্রায় শতাধিক তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে শরবত বিতরণ করেন।
বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতি, সুজিত কুমার দাস বলেন, আমরা সকাল থেকে প্রায় ৫০০ লিটার পানির শরবত বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সুজিত কুমার দাস, তিনি আরও বলেন, আমরা চেষ্টা করি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
শরবত খেয়ে একজন অটোরিকশা চালক বলেন, তীব্র গরমে আমার প্রচুর পরিমাণে পানি পিপাসা পেয়েছে। হঠাৎ দেখি ছাত্রলীগের নেতাকর্মীরা ঠান্ডা লেবুর শরবত বিতরণ করছেন। আমাকে দুই গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেয়। খেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ যেন এই নেতাকর্মীদের ভালো রাখেন।