ইমন মিয়া, নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ও শুক্রবার (২৬ এপ্রিল) দিনব্যাপী রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভা ও চকরাজাপুর ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ১৫০ টি ভেষজ ও ৫০ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমদের পক্ষে এসব গাছের চারা বিতরণ করা হয়।
ডা. সৈয়দ মোজাফফর আহমদের পক্ষে বাঘা পৌরসভা ও চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গাছের চারা বিতরণ করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন মাসুম ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মী মাসুদ রানাসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান ডা. সৈয়দ মোজাফফর আহমদ। সরকারসহ সকলের সার্বিক সহযোগিতা পেলে আজীবন এমন কার্যক্রম চালিয়ে প্রচুর পরিমাণ গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবেন বলেও জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমদ।
এমন মহৎ কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও নিয়মিত খোঁজখবর রেখেছন অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমদ এর ব্যক্তিগত অফিস সহকারী মোঃ রুবেল আলী। তিনি বলেন আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রত্যেক জেলায় তীব্র তাপমাত্রা ও জনজীবনের একটা বিপর্যয় লক্ষ করছি এবং এটি আমাদের উত্তর বঙ্গের মানুষের জীবনকে আরো বেশি দূর্বিষহ করছে। এমন পরিস্থিতিতে আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকেই পরিবেশ সুরক্ষার দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছি। আমরা বেশি বেশি গাছ লাগাবো, পরিবেশের ভারসাম্য রক্ষা করবো এবং আমাদের বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ একটা দেশে পরিনত করবো।