পিরোজপুর প্রতিনিধি :
আসন্ন ০৮ মে ২০২৪ তারিখে পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন আজমল হুদা নিঝুম। বৃহস্পতিবার (২ মে) পিরোজপুর জেলা নির্বাচন অফিস থেকে আজমল হুদা নিঝুম কে টিয়া পাখি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনি গত ১৫ এপ্রিল সার্ভারের ত্রুটির কারনে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারেননি। পরবর্তীতে মহামান্য হাইকোর্টের আদেশে তিনি নির্বাচনের সুযোগ পেলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আজমল হুদা নিঝুম একজন ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক এবং মানবিক মানুষ। নেশা এবং মাদকের বিরুদ্ধে প্রায় ২ যুগ ধরে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তরুন প্রজন্মকে খেলাধুলার মাঝে রাখার জন্য পিরোজপুরে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট একাডেমি।
তাছাড়া তিনি হিলফুল ফুজুল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। এই সংগঠন বিনামূল্যে রক্ত দান, মরাদেহ দাফন, রমজানে মাসব্যাপী ইফতার বিতরন, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। করোনা কালীন সময়ে তার গৃহীত নানা মানবিক কার্যক্রম সকলের প্রশংসা কুড়িয়েছে।
আজমল হুদা নিঝুম বলেন, মাদকমুক্ত, স্মার্ট এবং উন্নয়নের পিরোজপুর গঠনের উদ্দেশ্যে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। নির্বাচনের প্রতীক বরাদ্দ পেতে দেরি হলেও সাধারন মানুষের ভালোবাসায় জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি সকলের দোয়া প্রার্থনা করে টিয়া পাখি মার্কায় ভোট চেয়েছেন।
পিরোজপুর প্রতিনিধি।