খোরশেদ আলম রনি
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
বৃষ্টিহীন বৈশাখের খরতাপে পুড়ছে সারা দেশ। রায়পুরেও তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের প্রতিদিনের কাজকর্মে ক্লান্তি আর পানিশূন্যতা দূর করতে রাস্তায় তৎপর ছাত্রলীগ নেতাকর্মীরা।
রবিবার (০৫ ই মে) প্রাচীন এই ছাত্রসংগঠনটির রায়পুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আরঙ্গ চৌধুরী রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরাদের নিয়ে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে রুগিদের মাঝে এবং বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে বিনা মূল্যে সপিও পানি ও খাবার স্যালাইন বিতরণ করতে দেখা যায়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরঙ্গ চৌধুরী রিফাত সংবাদিকদের জানান, শিক্ষা শান্তি প্রগতির মূলনীতিকে ধারণ করে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সরব আছে ছাত্রলীগ। তাই তীব্র গরমে সাধারণ মানুষের পাশে থেকে একটু স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
গরমের তীব্রতা যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পরিবহন শ্রমিক আব্দুল মিয়া জানান, সারাদিন অটোরিকশা নিয়ে রাস্তায় থাকতে গিয়ে প্রচণ্ড পানিশূন্যতায় ভোগেন তিনি। এই উদ্যোগ নেয়ার ফলে রায়পুরের বিভিন্ন পয়েন্টে গিয়ে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন খেয়ে ক্লান্তি মিটছে আমাদের।
Leave a Reply