ইসলামপুর (জামালপুর) প্রতনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার। মুন্নী আক্তার তার নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীনভাবে ছুটে চলেছেন। কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ ও তার কর্মী-সমর্থক নিয়ে সেলাই মেশিন মার্কা ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। করছেন উঠান বৈঠক ও পথসভা।
সরেজমিন ঘুরে দেখা যায়- দেওয়ানগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তারের সেলাই মেশিন মার্কা প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন। সাধারণ ভোটাররা মনে করে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন তরুণ, সৎ, সাহসী, দক্ষ, গরীব দুখী মানুষের পাশে থেকে নানা ধরণের সেবা প্রদান করার মতো একজন প্রার্থী আমরা পেয়েছি। আমরা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মুন্নী আক্তারের সেলাই মেশিন মার্কাে জয়যুক্ত করব। মুন্নী আক্তার প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে দিন রাত প্রচার-প্রচারণা, মত বিনিময় গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন তার গণসংযোগে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মুন্নী আক্তার তার কর্মী সমর্থকদের নিয়ে সেলাই মেশিন মার্কায় ভোট প্রার্থনা করার সময় নানা ধরণের উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। মুন্নী আক্তার বলেন, সারা বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষ অবহেলিত। সমাজে ভালো কাজ করার জন্য আমাকে একটি বার সুযোগ দিন। আমাদের না আছে সংসার, না আছে ছেলে-মেয়ে। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করি। আপনারই আমাদের মা-বাবা, ভাই-বোন। আপনারা ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নেই। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মাঠে নেমেছি। জয়লাভ করে পথে-ঘাটে, হাটে-বাজারে, বিয়ে-সুন্নতের বাড়ীতে গিয়ে আমরা বিরক্ত করবো না। জীবনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনেক ভোট দিয়েছেন। আমাকে একটি বার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি কথা দিলাম জয়লাভ করে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে। অসহায় মানুষের পাশে থাকবে। প্রতিদিন তার প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। তিনি নির্বাচনী প্রচারণায় যেখানেই বের হচ্ছেন সেখানেই জনস্রোতে পরিণত হচ্ছে। দেওয়ানগঞ্জে সর্বত্র এখন ভোটের হাওয়া ও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply