আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর আত্রাই উপজেলার রবিঠাকুরের কুঠিরবাড়ি পতিসরে নানান কর্মসূচীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মোৎসব উদযাপন করা হয়েছে।
গতকাল বুধবার ২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন নওগাঁ জেলার আত্রাই উপজেলায় কবির নিজস্ব জমিদারি কালিগ্রাম পরগণার কাচারী বাড়ি পতিসরে আয়োজন করা হয় দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এ উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করেন। বিকাল ৩টায় রবীন্দ্র কাচারি বাড়ি পতিসর দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি। নওগাঁ জেলা প্রশাসক মো: গোলাম মওলার সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, নওগাঁ-৫ (সদর) আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ -৪ (মান্দা) আসনের এমপি এস,এম, ব্রহানী সুলতান মামুদ, নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক।
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এস এম মোজাফফর হোসেন এবং নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শামসুল আলম। স্বাগতিক বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। পরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমী, আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমী এবং রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমী'র শিল্পী কলা কূশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।