অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ২০০৪ সালে এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টার প্রতিষ্ঠিত হয় পায়রাহাট ইউনাইটেড কলেজ। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজের শিক্ষার্থীরা মেধা তালিকায় বরাবরই শীর্ষস্থানে অবস্থান করে আসছে। এরই প্রেক্ষিতে শিক্ষার গুনগত মান, অর্জিত ফলাফল ও নিয়ম শৃঙ্খলার বিবেচনায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে পায়রাহাট ইউনাইটেড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিলাভ করে। সাফল্যের ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ আবারও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় পায়রাহাট ইউনাইটেড কলেজ।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলার চলিশিয়া ও পায়রা ইউনিয়নের মিলনস্থল পায়রাবাজারে এ আনন্দ শোভাযাত্রা ও র্যলী অনুষ্ঠিত হয়েছে। এসময় র্যলীটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আঃ মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পল্লিমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী, মহাকাল পাইলট গালর্স স্কুলের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, আঃ হামিদ টিএম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত মূখার্জী, সিনিয়র শিক্ষক মহিদুল ইসলামসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।