ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা নিজ নিজ মার্কাকে জয়যুক্ত করার জন্য সমর্থকদের সাথে নিয়ে উপজেলার ৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার, গণসংযোগ, পথ সভা, মতবিনিময় করে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। যার ধারাবাহিকতায় পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার। তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তিনি তার সঙ্গীদের সাথে নিয়ে কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তার সেলাই মেশিন মার্কাকে জয়যুক্ত করার জন্য ব্যতিক্রমভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছে সেখানেই ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। মুন্নী আক্তার দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা। ছয় ভাই বোনের মধ্যে মুন্নী আক্তার দ্বিতীয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২১ মে/২০২৪ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মুন্নী আক্তারসহ ছয়জন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মুন্নি আক্তারের কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে ডাকঢোল বাজিয়ে নেচে গেয়ে ভোটারদের সমবেত করে সেলাই মেশিন মার্কায় ভোট প্রার্থনা করছে এবং এর ফাঁকে লিফলেট ও পোস্টার বিলি করছে। উৎসুক ভোটারও এবার মুন্নি আক্তারের সেলাই মেশিন মার্কায় ভোট দিবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করছেন।
এবারের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী হচ্ছে মুন্নী আক্তার। মুন্নী আক্তার একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় তার কর্মীরা নেচে গেয়ে ভোট চাচ্ছেন। তাদের ব্যতিক্রমী প্রচারণায় অংশ নিচ্ছেন ভোটাররাও।
স্থানীয় ভোটার আনোয়ার হোসেন বলেন, 'আমাদের উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সেলাই মেশিন প্রার্থী মুন্নী আক্তারের নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতিক্রম। এবার তাকে ভোট দেওয়ার কথা ভাবছি। সাগর নামে আরেকজন ভোটার জানান, এর আগে আমরা মহিলা প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছিলাম। তারা আমাদের কোন খোঁজ খবর রাখেনি। এবার আমরা তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তারের সেলাই মেশিন মার্কাকে ভোট দিয়ে জযয়ুক্ত করব।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার বলেন, আমি একজন তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যেখানেই যাচ্ছি সেখোনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমার ঘর-সংসার নেই। কাজেই আমাকে দুর্নীতি করে টাকা পয়সা জমাতে হবে না। নির্বাচিত হলে সরকারি সব সুবিধা জনগণের মধ্যে সঠিকভাবে বণ্টন করবো।'এবারের উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৭৩,৭৮৩জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৫,২৫০জন ও মহিলা ভোটার ৮৮,৫২২জন ভোটার আগামী ২১ মে/২০২৪ তারিখে ইভিএম পদ্ধতিতে তাদের ভোট প্রয়োগ করবেন।