ইমন মিয়া, নিজস্ব প্রতিবেদক:
জন্মদিনে শুভাকাঙ্খীদের শ্রদ্ধা, ভালোবাসা আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভেচ্ছা বার্তায় সিক্ত মোঃ ইউসুফ মিয়া, সাবেক সদস্য- শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ, গাইবান্ধা জেলা শাখা। সাধারণ সম্পাদক- বসুন্ধরা শুভসংঘ, সাঘাটা উপজেলা শাখা।
২২ মে ছিল আমার জন্মদিন। সারাদিন কেটেছে জন্মদিনের শুভেচ্ছার জবাব দিতে দিতে। নোটিফিকেশনের ভীড়ে হয়তো অনেকের উইশের রিল্পাই দিতে দেরি হয়েছে অথবা একদম-ই দেয়া হয়নি। সে জন্য আগেই ক্ষমা প্রার্থনা করছি।
ফেসবুক, মেইল, ইনবক্স, টেক্সট, হোয়াটস অ্যাপ, ইমোসহ বিভিন্ন মাধ্যমে যাঁরা আমাকে উইশ করেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ হতে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
নানা ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারণে যারা আমাকে উইশ করতে পারেননি, তাদের জন্য ও আমার ভালোবাসা থাকবে। আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে। আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন। আমার অজান্তে হাজারো প্রাণ প্রতিনিয়ত আমার কল্যাণ প্রার্থনা
করছে। আমার শত শত বন্ধু, আত্নীয়, জানা-অজানা
শুভাকাংখী, আমার সাফল্য দেখতে উন্মুখ হয়ে বসে
আছেন। আমাকে থেমে গেলে হবে না, আবার শুরু করতে হবে, আবার চলতে হবে বন্ধুর পথে। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। ধন্যবাদ আপনাদের, আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে, ইনশাআল্লাহ
আমার ভবিষ্যতের প্রতিটি সাফল্য, প্রতিটি সুখ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। সকলের ভালোবাসা নিয়ে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে যে কোন শুভ কাজের সাথে নিজেকে যুক্ত রাখার ধারাবাহিকতায় অবিচল থাকার প্রয়াস ব্যাক্ত করে ভুল ভান্তি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে অনাগত আগামীর প্রতি সকলের দোয়া কামনা করেন তিনি এ সময়।