মাসুদ রানা:( পাবনা প্রতিনিধি)
একজন সফল নারী উদ্যোগতা উদ্যোগতা ঐন্দ্রিলা ঘোষ।মায়ের কাছ থেকে ৪৫০০ টাকা ধার নিয়ে ও প্রিয় মানুষের অনুপ্রেরণা পেয়ে উদ্যোগতা জীবন শুরু করেন ঐন্দ্রিলা। বর্তমানে বাংলাদেশ উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের পাবনা জেলা প্রতিনিধি ও মিঠাই ঘর ও Excellent & Elegant এর স্বত্বাধিকারী ঐন্দ্রিলা ঘোষ।
২০২০ সালের ২৩ মার্চ এম এস কমপ্লিট করে পাবনাতে আসে ঠিক সেই সময়ে আসে করোনা পেন্ডামিক, সারা বাংলাদেশে স্কুল ছুটি ঘোষণা করল এবং সেই সাথে ঘর বন্দি । ইচ্ছা ছিল চাকুরী করবে কিন্তুু ঘরে ঘটিয়ে বসে থাকা মেয়ে ঐন্দ্রিলা নয় তাই তার প্রিয় মানুষকে সব খুলে বলে৷ তার পর অনলাইনে উই গ্রুপের কথা বলে এবং ঘি নিয়ে কাজ করার পরামর্শ দেয়।
ঐন্দ্রিলা আরো জানান,,
আমার প্রথম পণ্য ছিলো বাড়িতে তৈরি কড়া জ্বাল এর খাঁটি গাওয়া ঘি এবং লিচু ফুলের মধু।আর পুঁজি ছিলো মাত্র ৪৫০০ টাকা।আর সেটা ছিল মায়ের থেকে ধার করা।১২ জুলাই তে প্রথম অর্ডার আসে।তারপর উৎসাহ আরো বেড়ে যায় কাজের প্রতি।আর সেই থেকে এখন অব্দি থেমে থাকার চিন্তা করিনি।আমি যখন প্রথম পোস্ট দিয়েছি ঘি নিয়ে তখন প্রথম দিনেই অর্ডার এসেছে।আর,এই একটা অর্ডার ই আমাকে কাজ করার দিকে আরো বেশি অনুপ্রাণিত করেছে।মোটামুটি ঘরে বসে প্রথম মাসে ভালো অংকের টাকা ঘরে আনলেও দেখতাম আমার মা কে যখন কেউ জিজ্ঞেস করতো - "মেয়ে কি করে?
উত্তরে মা আমতা আমতা করতো। মানে আমার মা বা আমার ফ্যামিলি বিজনেস এ সাপোর্ট করলেও মেয়ে ঘি বিক্রি করে বলতে খুব লজ্জা পেত।আমি বুঝতাম কিন্তু কিছু বলতাম না,সেই খারাপ লাগাকে জিদ এ পরিনত করে কাজ করে যেতাম পুরোদমে।
টানা ১ বছর দুইটা পণ্য নিয়ে কাজ করেছি।২০২১ সাল থেকে ঘি এবং মধু এর পাশাপাশি শুরু করলাম জামদানি থ্রিপিস নিয়ে কাজ করা।তারপর ২০২২ থেকে বাটিক থ্রিপিস নিয়ে কাজ করা।
সময় এর সাথে সাথে পণ্য বেড়েছে।বিজনেস কে ডেভেলপ করার জন্যে,বিজনেস এ নতুন নতুন পণ্য যুক্ত করার জন্যে ট্রেনিং করেছি বিসিক, মহিলা বিষয়ক অধিদপ্তর, এসএমই ব্লক বাটিক ট্রেনিং।
শুরুতে অনেক মানুষ নাক সিটকে কথা বললেও বর্তমানে তারাই আমার ক্রেতা এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার।আমার দুই পরিবার,হাসব্যান্ড এর সাপোর্ট এ এখনও এগিয়ে চলেছি। আমি শুধু নিজেই একজন উদ্যোক্তা না।আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আরো ১০ জন উদ্যোক্তা তৈরি হয়েছে এটাই আমার ৪ বছর এর উদ্যোক্তা জীবনের সফলতা।বর্তমানে পাবনা জেলার প্রতিনিধি হিসাবে আছি।এটা আমার জন্যে একটি বড় পাওয়া।
নিজেকে দেশীয় পণ্যের একজন উদ্যোক্তা হিসাবে পরিচয় দিতে খুবই গর্ব বোধ করি।ইচ্ছা আছে ভবিষ্যতে দেশীয় পণ্য নিয়ে আরো কাজ করার এবং আরো অনেক দেশীয় পণ্যের উদ্যোক্তা তৈরি করার। আমার সিগনেচার পণ্য কড়া জ্বাল এর খাঁটি গাওয়া ঘি।৪ বছর উদ্যোক্তা জীবনে উঠা নামা দেখেছি।বিজনেস মানেই উঠানামা।তাই কখনো ভেঙে পরিনি।কাজ করে যাচ্ছি।এগিয়ে যাচ্ছি।